21 C
আবহাওয়া
১২:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে যুবক আহত

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে যুবক আহত

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে যুবক আহত

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে চাইসুই অং মারমা (৪৫) নামে এক যুবক আহত হয়েছেন। ৩০ ডিসেম্বর (শনিবার) সকালে কাপ্তাইয়ের জামাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চাইসুই অং মারমা জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিৎমরম ইউনিয়নের কয়েকজন ব্যক্তি সকালে বাজার করতে যাওয়ার পথে জামাইছড়ি এলাকায় হাতির আক্রমণের শিকার হন। এসময় হাতির দল দেখে বাকিরা পালিয়ে গেলেও চাইসুই অং মারমা আক্রমণের শিকার হন। পরে হাতির দল চলে গেলে সহযোগিতারা তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিৎমরম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, সকালে এক ব্যক্তি হাতির আক্রমণের শিকার হয়েছে বলে খবর পেয়েছি। বর্তমানে তিনি সুস্থ আছেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাতির আক্রমণে আহত এক ব্যক্তিকে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখন প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, বুধবার (২৭ ডিসেম্বর) কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের সীতাপাহাড় এলাকায় বন্যহাতির আক্রমণে অংশেহ্লা মারমা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আজ তিন ব্যবধানে আবারো হাতির দল আক্রমণ করে। স্থানীয়দের ধারণা, দু’এলাকা পাশাপাশি হওয়ায় হাতির দলটি এখনো এলাকায় অবস্থান করছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ