29 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি মাধ্যমিকে ভর্তি লটারি স্থগিত

সরকারি মাধ্যমিকে ভর্তি লটারি স্থগিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

বিএনএ,ঢাকা: হাইকোর্টে রিট থাকায় দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারি স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্থগিতাদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামি ৩০ ডিসেম্বর ২০২০ অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় ‘ডিজিটাল লটারি কার্যক্রম’সাময়িকভাবে স্থগিত করা হল।পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ২০২১ শিক্ষাবর্ষে অনলাইন লটারি ভর্তির বিজ্ঞপ্তি জারি করে মাউশি।

এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। তবে এবার করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার কথা বলা হয়। আর ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনও নেয়া হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ