27 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছাড়াল

নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছাড়াল


বিএনএ,চট্টগ্রাম: ডেঙ্গু বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে ডেঙ্গু নভেম্বর মাসে আক্রান্ত হয় ১ হাজার ২৮ জন। এছাড়া মাসে মারা গেছেন ১৬ জন। যা এ বছরের সর্বোচ্চ।

শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গু নিয়ে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে নভেম্বর মাসে  ডেঙ্গু আক্রান্ত ছিল ১ হাজার ২৮ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে নভেম্বর মাসেই মারা গেছেন ১৬ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলতি মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগকে সতর্ক করার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা প্রয়োজন বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ