বিএনএ, ঢাকা: দেশে হচ্ছেটা কী? গ্রামের চা দোকানের আড্ডা থেকে সচিবালয় পর্যন্ত এমন প্রশ্ন সম্প্রতি শুনা যাচ্ছে। আগষ্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষ দেশ মেরামতের যে স্বপ্নে বিভোর ছিল, তাদের এখন ঘুম ভেঙ্গেছে। তারা শুনতে পাচ্ছে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শ্লোগান। চারিদিকে অস্থিরতা। ছাত্রদের হানাহানি, হামলা- গায়েবি মামলা, অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট চলছে, মসজিদ-মন্দির- মাজার, হাসপাতাল, গণমাধ্যম ও রাজনৈতিক দলের অফিসে। হাত ঘুটিয়ে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনী। পাচ্ছে ভয়, ফ্যাসিস্ট তকমা!
চট্টগ্রামে আইনজীবী হত্যা, ইসকন ইস্যুতে সারাদেশ যখন অশান্ত, তখন ঘোষণা দিয়ে শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে একজনের। এর ধারাবাহিকতায় হাফেজ উদ্দিনের জানাজা শেষে দুপুরে কয়েক হাজার লোক লাঠিসোঁটা, দেশি অস্ত্র নিয়ে লছমনপুর এলাকায় দরবার শরিফে গিয়ে হামলা করে। তারা দরবারের বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি মূল্যবান আসবাব, গবাদিপশু, কাঠ, টিন, ধান-চালসহ নগদ টাকা লুটপাট করে। হামলাকারীদের সামনে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায় হয়ে পড়ে।
এদিকে শুক্রবার চট্টগ্রাম নগরের পাথরঘাটা ও বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলায় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দুইটার দিকে নগরের কোতোয়ালি মোড় হয়ে একটি মিছিল পাথরঘাটার দিকে যায়। একপর্যায়ে মিছিল থেকে কিছু ব্যক্তি হরেশ্চন্দ্র মুন্সেফ লেনের শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর নিচতলার শনি মন্দিরের কাচ ভাঙচুরের পাশাপাশি পাথর ছুড়তে থাকে তারা। এ সময় মন্দিরের আশপাশের কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া পটিয়া উপজেলার ছনহরা এলাকায় বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম ইসকন মন্দিরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। হামলাকারীরা এ সময় সিসি টিভির ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর আগে গত মঙ্গলবার সনাতন জাগরণ মঞ্চের মূখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের পর চট্টগ্রামের কোর্ট হিল মসজিদে হামলার ঘটনা ঘটে।
হামলা হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে পৌর শহরের রানীরবাজার এলাকায় লাঠি হাতে কিছু মানুষ এসে হামলা চালিয়ে দ্রুত চলে যায়।
স্থানীয় লোকজন জানান, রানীরবাজার এলাকায় একটি ভবনের নিচতলায় শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ অবস্থিত। সেখানে প্রতি রোববার প্রার্থনা ও কীর্তন হয়। শুক্রবার বিকেলে কিছু মানুষ লাটি হাতে সংঘটির কাছে এসে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মন্দিরে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার ঢেউ থেকে রক্ষা পাচ্ছে না হাসপাতালও। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালে হামলা ও ভাঙচুর করেছে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত। হাসপাতাল ভাঙচুরের পর জেলা বিএনপির দলীয় কার্যালয়েও হামলা করে ওই দুর্বৃত্তরা।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ায় একদল দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তের দল হাসপাতালের অভ্যর্থনা ডেস্ক, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটিস্ক্যান ও এক্স-রে কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
শুধু তাই নয়, জামালপুর বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় আঙ্গুল উঠেছে জিয়া সাইবার ফোর্সের আহবায়ক শুভ পাঠান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ওরফে নবীনের বিরুদ্ধে। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাতেই জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন হাসপাতালটি পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, ‘এই হাসপাতালে কোনো কারণ ছাড়াই হামলা ও ভাঙচুর করা হয়েছে। হাসপাতালে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনও করা হয়েছে। পরবর্তী সময় এসব অস্ত্রধারী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অস্ত্র প্রদর্শন ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। সেখানে আমাদের দলীয় নেতা-কর্মীদের নাম ধরে গালিগালাজ করেছে।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে এখন পাঁচ মিশালী উম্মাদনা চলছে। কে, কখন হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ, সড়ক অবরোধ করছে তা বুঝা যাচ্ছে না। চরম অনিশ্চিয়তায় একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এ যেন দার্শনিক কবি সামসুর রহমানের ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কবিতাকেই স্বরণ করিয়ে দিচ্ছে।
বিএনএনিউজ/ শামীমা চৌধুরী শাম্মী/ বিএম/এইচমুন্নী