16 C
আবহাওয়া
৪:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

সাংবাদিক মুন্নি সাহা

ঢাকা: সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাওরান বাজারে তাকে স্থানীয় জনতা আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি “এক টাকার খবর” নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, বর্তমানে মুন্নি সাহা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, মুন্নি সাহা কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এরপর তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে তাকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মুন্নি সাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।

উল্লেখ্য যে, এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ৩১ মে ২০২৩ মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন বলে জানা যায়।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ