33 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » সমাবেশ ইস্যুতে বৃহস্পতিবার আইজিপি-বিএনপি বৈঠক

সমাবেশ ইস্যুতে বৃহস্পতিবার আইজিপি-বিএনপি বৈঠক

সমাবেশ ইস্যুতে বৃহস্পতিবার আইজিপি-বিএনপি বৈঠক

বিএনএ ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ অনুমতি দিলেও বিএনপি সমাবেশ করতে চায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে। এ নিয়ে সরকার, প্রশাসন ও বিএনপি নেতাদের মধ্যে তুমুল বাকযুদ্ধ চলছে।

এ বিষয়টি নিরসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ মহাপরিদর্শকের সাথে সাক্ষাৎ করার সময় নিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে আইজিপি’র সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি নেতারা।

বিএনপি’র সূত্রে জানায়, ৪ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন পুলিশ সদর দপ্তরে। প্রতিনিধি দলে বরকত উল্লাহ বুলু ছাড়াও থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপি নেতারা জানায়, ১০ ডিসেম্বরের সমাবেশসহ সম্প্রতি দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয় নিয়েও আইজিপির সঙ্গে আলোচনা করবেন তারা।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ