18 C
আবহাওয়া
৯:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

বাস মালিক

বিএনএ ডেস্ক, ঢাকা: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে বুধবার থেকে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। এক্ষেত্রে কিছু শর্তও আরোপ করছেন তারা। ঢাকার বাইরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিয়য়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, কর্মদিবসে সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বাসে হাফ ভাড়া নেওয়া হবে। দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। তবে ঢাকার বাইরে হাফ পাস নেওয়া হবে না। সপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফভাড়া নেওয়া হবে না।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে আন্দোলনও শুরু করে শিক্ষার্থীরা। পরে সারাদেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার; যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবার একই পথে হাঁটছে ব্যক্তি মালিকানাধীন গণপরিবহনও।

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন হয়। ওই সময় ৯ দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

এর মধ্যে গেল সপ্তাহের বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈমের মৃত্যুর পর সেই আন্দোলন আরও গতি পায়। টানা পাঁচ দিন তাদের বিক্ষোভ-অবরোধে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়ে

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ