16 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাইল্যান্ডের চিকিৎসকদল

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় থাইল্যান্ডের চিকিৎসকদল

ঢাকায় থাইল্যান্ডের চিকিৎসকদল

ঢাকা :  জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহতদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য ব্যাংককস্থ ভেজথানি হাসপাতাল আগ্রহ প্রকাশ করে। উক্ত হাসপাতাল থেকে ৩ জন ডাক্তার-সহ ৬ জনের একটি চিকিৎসকদল বৃহস্পতিবার(৩০ অক্টোবর) ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা দিয়েছেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসকদল ভর্তিকৃত ৫৭ জন রোগীর সকলকেই দেখেছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। নার্ভের আঘাতের রোগীর জন্য তাদের পরিকল্পনা হলো অপেক্ষা করা এবং তদন্তের মাধ্যমে ৪ সপ্তাহের ব্যবধানে পর্যবেক্ষণ করা। রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সাথে একমত।

ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মোঃ বদরুল আলম বলেন, থাইল্যান্ড থেকে আগত চিকিৎসকদল আমাদের এখানে ৭ জন গুরুতর আহত রোগীকে দেখেছেন। আগামীকাল তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দেবেন। এছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ