26 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কা,নিহত ১৩

দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কা,নিহত ১৩


বিএনএ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে অপর একটি ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৪০ জন। রোববার(২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রদেশের ভিজিয়ানগরম জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়,  খবরে বলা হয়েছে, সংকেত না পাওয়ায় ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়েছিল বিশাখাপত্তনম-পালাসার একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন।এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন দিক থেকে ভিজাগ-রায়গডড়ের অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনার পর পর এই লাইনের ১৮টি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এবং ২২টি ট্রেন অন্য লাইনে ডাইভার্ট করা হয়েছে।

এর আগে গত জুনে উড়িষ্যায় তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

বিএনএ নিউজ/ ওজি /এইচ এ মুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ