20 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর ম্যাচে শির্ষ্য যাবার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিন্ধান্ত নিয়েছে ইংল্যান্ড । শনিবার (৩০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

দুই দলের নিজেদের তৃতীয় এই ম্যাচটি । প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশে একটি পরিবর্তন। মিচেল মার্শের বদলে অ্যাস্টন আগার।

ইংল্যান্ড একাদশ :

জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

অস্ট্রেলিয়া একাদশ :

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ