বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম)ঃ” মুজিব বর্ষে পুলিশ নীতি , জনসেবা আর সম্প্রীতি “এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার সভাপতিত্বে তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ ,৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব , ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন (হিরু ), ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম কাইয়ুম শাহ, ৫নং বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহদাত হোসেন চৌধুরী। উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান সহ প্রমুখ।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি