বিএনএ, বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের সিনেমার সুপার স্টার পুনিত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে মারা গিয়েছে। শুক্রবার জিম করার সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন এই অভিনেতা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কন্নড়সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পুনিত জনপ্রিয় ছিলেন ‘পাওয়ারস্টার’ হিসেবে। অভিনয়ের পাশপাশি ছবি প্রযোজনাও করেছেন এই অভিনেতা। সম্প্রতি পুনিত রাজকুমার শেষ করেন ‘জেমস’ ছবির কাজ।
অভিনয় জগতের বাহিরেও কি করেছিলেন এত কম সময়ে দেখা যাক :
৪৫ টি অবৈতনিক স্কুল।
২৬ টি এতিমখানা।
১৬ টি বৃদ্ধাশ্রম।
১৯ টি গোশালা।
১৮০০ ছাত্রের সম্পূর্ণ শিক্ষা জীবনের ব্যয় এবং নিজের দুই চোখ দান করে গেল।
তার পরিবার ও তার ফ্যান ফলোয়িং এতো পরিমান যে, তার মৃত্যুতে ব্যাঙ্গালোরে হাই এলার্ট জারি করেছে সরকার।
বিএনএনিউজ/রিপন/এইচ.এম।