16 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নরসিংদীর প্রাণ আরএফএল কারখানায় আগুন

নরসিংদীর প্রাণ আরএফএল কারখানায় আগুন


বিএনএ, নরসিংদী : নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ওয়ান টাইম প্লেট গ্লাসের কারখানাটিতে আগুন লাগে।

পলাশ ফায়ার সার্ভিস জানায়, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আগুন নেভাতে ওই কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, ‘এই আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি, অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। তবে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না। কীভাবে আগুন লেগেছে সেটিও বলা যাচ্ছে না।’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ