17 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যুবকের মৃত্যু

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যুবকের মৃত্যু


বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বিলাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার(৩০ আগস্ট )বিলাইছড়ির ভাইবোন ছড়া ধুপ্পারচর এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ধুপ্পারচর এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে প্রশান্ত চাকমা (৩৪) নামে একজন নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজার পর না পেলে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল এসে নিখোঁজ প্রশান্ত চাকমার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় পুলিশের সহায়তায় অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, শুক্রবার দুপুরে নিখোঁজের খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানে যাওয়া টিম আসার পর বিস্তারিত জানতে পারব।

উল্লেখ্য যে, এর আগেও গতকাল বৃহস্পতিবার ও গত রোববার রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত