20 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের রিপন মিয়া মেয়ে শ্রাবণী (৭) ও নুর ইসলামের মেয়ে মাইশা (৫)। নিহত শিশুরা সহোদর চাচাত বোন।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মোক্তাদীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালের দিকে শ্রাবণী ও মাইশা বাড়িতেই খেলাধুলা করছিল। খেলাধুলা করার কোন এক পর্যায়ে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে খোঁজাখোঁজির শুরু হলে মাইশাকে মৃত অবস্থায় ভাঁসতে দেখে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে মাইশার জানাযার প্রস্তুতি নিচ্ছিল৷ এসময় খবর আসে তার চাচাত বোন শ্রাবণীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে শ্রাবণীকে খোঁজাখোঁজি শুরু করে। খোঁজাখোঁজি একপর্যায়ে শ্রাবণীর জুতা পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে। জুতা পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুরে নেমে শ্রাবণীর মরদেহ উদ্ধার করে।

মো. আল মোক্তাদীর বলেন, ঘটনাটি শুনার সাথে সাথেই আমি গিয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ