27 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - জুলাই ৩১, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, পয়লা অগাস্ট থেকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপরে ২৫ শতাংশ করে শুল্ক নেওয়া হবে।

ট্রাম্প এটাও লিখেছেন যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে শক্তি এবং সামরিক সরঞ্জাম কেনে, তা হলে জরিমানা দিতে হবে ভারতকে।

“মনে রাখতে হবে, যদিও ভারত আমাদের বন্ধু, তবে অনেক বছর ধরে আমরা খুব কমই বাণিজ্য করেছি তাদের সঙ্গে। কারণ তাদের শুল্ক হার খুবই বেশি – বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ,” ট্রুথ-এ লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও লিখেছেন, ভারতে “কঠোরতম এবং আপত্তিকর অর্থ-বহির্ভূত বাণিজ্য প্রতিবন্ধকতা চালু রয়েছে। একই সঙ্গে তারা রাশিয়ার কাছ থেকে বড় পরিমাণে সামরিক সরঞ্জাম কিনে থাকে। এমন একটা সময়ে, যখন সবাই চাইছে যে রাশিয়া ইউক্রেনে গণহত্যা বন্ধ করুক, তখন তারা রাশিয়ার কাছ থেকে শক্তি কেনার ব্যাপারে চীনের সঙ্গেই সব থেকে বড় আমদানিকারক হয়ে উঠেছে।”

ভারত আর যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আমেরিকা সফরের সময়ে ঘোষণা করা হয়েছিল যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পথে।

তবে পাঁচ দফায় আলোচনা চালিয়েও এখনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। আগস্টের শেষে মার্কিন কর্মকর্তাদের দিল্লিতে এসে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ