27 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - জুলাই ৩১, ২০২৫
Bnanews24.com
Home » ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশি দুই সাঁতারু

ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশি দুই সাঁতারু


বিএনএ ডেস্ক: দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন। সাঁতারু দুজন কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল ও পাবনার মাহফিজুর রহমান সাগর।

গতকাল মঙ্গলবার ১২ ঘণ্টা সাঁতার কেটে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন হিমেল ও সাগর। ভারতীয় ও মেক্সিকান সাঁতারুর সঙ্গে রিলে পদ্ধতিতে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তারা। এর আগে যুক্তরাজ্যে পৌঁছে অনুশীলন করেন এ দুই সাঁতারু। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবারিতা দাস এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন । ১৯৫৮ থেকে ১৯৬১ সালের ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। দীর্ঘ সময় পর সেই তালিকায় যুক্ত হলো নাজমুল ও মাহফিজুরের নাম।

উল্লেখ্য, চ্যানেলটির দৈর্ঘ্য হচ্ছে  ৫৬০ কিলোমিটার ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ