25 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চিরনিদ্রায় শায়িত শাফিন আহমেদ

চিরনিদ্রায় শায়িত শাফিন আহমেদ

সংগীতশিল্পী শাফিন আহমেদ

ঢাকা: মা কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে সংগীতশিল্পী শাফিন আহমেদ। মঙ্গলবার(৩০ জুলাই ২০২৪) রাজধানীর বনানী কবরস্থানে বেলা ৩টার দিকে তাকে কবরস্থ করা হয়।

এরআগে জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের মরদেহ নেয়া হয় বনানী কবরস্থানে।

এ সময় উপস্থিত ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজনরা এবং সঙ্গীত গ্রুপ মাইলস সদস্যরা।

মৃত্যুকালে তিনি দুই বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী ডা. রুমানা দৌলা, তিন ছেলে মাইসিম, আজরাফ ও রেহান এবং এক মেয়ে রানিয়াকে রেখে যান।

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি শাফিন আহমেদ জন্ম গ্রহণ করেন।

বিএনএ, এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ