25 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সোমবার ইসিতে হিসাব জমা দেবে আওয়ামী লীগ

সোমবার ইসিতে হিসাব জমা দেবে আওয়ামী লীগ

সোমবার ইসিতে হিসাব জমা দেবে আওয়ামী লীগ

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ গতবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন (আয়-ব্যয়ের হিসাব) দাখিল করবে। সোমবার (৩১ জুলাই) দুপুর দুইটায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

রোববার (৩০ জুলাই) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন সোমবার দুপুর ২টায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করবে আওয়ামী লীগ।

প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ