বিএনএ, ঢাকা: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন গেটের সামনে এক চোরকে গণপিটুনি দিচ্ছিল জনতা। এসময় তাকে বাঁচাতে গেলে চোরের সহকারী ভেবে মো. খালেদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের ভাই সজীব বলেন, একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। খালেদ আমার কাছে বেড়াতে আসেন। রাতে বাইরে বের হলে খালেদ দেখতে পান ওই এলাকার লোকজন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিচ্ছে। খালেদ ওই যুবককে চিনতে পারায় তিনি তাদের মারতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে খালেদকে চোরের সহকারী ভেবে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের মধুখালী উপজেলার জাফরাকান্দি গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে খালেদ। তিনি রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ,বিএম/ হাসনাহেনা