বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম):চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় শেষ দিনেও দর্শানার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।গত বৃহস্পতিবার থেকে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা শুরু হয়।
মেলায় ঘুরে দেখা যায়, মেলার দ্বিতীয় ও তৃতীয় দিন সরকারি ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজন নিয়ে কুষিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে অনেকে গাছের চারা কিনছেন। আবার কেউ চাষের বিভিন্ন কলাকৌশল শেখার চেষ্টা করছেন। একই মেলায় দুটো বিষয় পেয়ে বেশ খুশি আগত দর্শনার্থীরা।
সরেজমিন দেখা গেছে, মেলার বিভিন্ন স্টলে চাষাবাদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী চলছে। পাশাপাশি হরেক রকমের গাছ ও ফসলী বীজও রয়েছে।
আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বেশি আগ্রহ বাসাবাড়ির বারান্দা ও ছাদে সবজি চাষ। এ জন্য তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে এসব জানার চেষ্টা করছেন।প্রথমবারের মতো নোয়াখালী,ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবারের মেলায় ১০টি স্টল প্রদর্শনী হয়।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি