বিএনএ, লোহাগাড়া(চট্টগ্রাম) : লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, অভিভাবকদেরকেই সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে। অন্যের ওপর আস্থা রেখে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে ভালো ফলাফল আসবে না। কোনো স্বপ্নপূরণ, কোনো সাফল্য লাভ সহজে সম্ভব নয়। শিক্ষার্থীর পাশাপাশি মা-বাবা বা অভিভাবকদেরকেও কষ্ট স্বীকার করতে হবে। শিক্ষার্থীদেরকে যেমন পড়াশুনায় মনোনিবেশ করতে হবে, তেমনি অভিভাবকদেরকে সঠিকভাবে তদারকি করতে হবে। প্রতিদিন তাদের পড়াশুনার খোঁজখবর নিতে হবে। অকারণে সময় নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। খারাপ বিষয়গুলো থেকে বিরত রাখার জন্য মা-বাবাকে সবসময় সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে শিক্ষকদেরকে আন্তরিকভাবে ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তবেই ভালো কিছু আশা করা যাবে।
শনিবার( ৩০ জুলাই) সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসায় আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান,লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এসএম আবদুল জব্বার,ইউপি সদস্য মাহমুদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কলাউজান ইউপির চেয়ারম্যান ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এম.এ ওয়াহেদ।সভায় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা , অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিএনএ/ রায়হান সিকদার,ওজি