বিএনএ, ঢাকা : পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় গ্রেফতার তার সহকারী তুহিন সিদ্দিকী অমিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মানবপাচার ও পাসপোর্ট আইনের পৃথক দুই তার রিমান্ড মঞ্জুর হয়।
বুধবার শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ড মঞ্জুর করেন।
আর আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ডের আদেশ দেন।
গত ১৪ জুন দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৩ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই আসামির পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
বিএনএনিউজ/জেবি