16 C
আবহাওয়া
৫:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কিশোরগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

কিশোরগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

দুর্ঘটনা

বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকচাপায় তাহসান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা সড়কের এলএসডি খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসান উপজেলার জামাইল ইক্ষু সেন্টার-সংলগ্ন এলাকার জাকির হোসেনের ছেলে এবং জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

জানা যায়, তাহসান দাদির সাথে চাচার বাসায় বেড়াতে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান টিটু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ