15 C
আবহাওয়া
১০:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

বিএনএ, পাবনা: পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মে) সকাল ১১টার দিকে উপজেলার গুনাইগাছা কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু পাশ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া আদর্শগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গরু কেনার জন্য ঈশ্বরদীর অরণখোলা হাটে যান বাবলু হোসেন। ফেরার সময় চাটমোহর-বাঘাবাড়ি সড়কের গুনাইগাছা কালিবাড়ি এলাকায় পৌঁছামাত্র উল্টোদিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন বাবলু হোসেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় মৃত ব্যক্তির স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ