31 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৩
Bnanews24.com
Home » সিইউএফএলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক আহত

সিইউএফএলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক আহত

সিইউএফএলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক আহত

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমেটেডে (সিইউএফএল) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল মজুমদার (৫৮) নামের এক শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শ্রমিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান সিইউএফএল মেডিকেল কর্তৃপক্ষ।

সোমবার (২৯ মে) বিকেল ৩টার সময় কারখানার এ্যমুনিয়া প্লান্টে বিদ্যুৎ সাবস্টেশনে কাজ করার সময় এই দুর্ঘটনা হয় বলে জানান সিইউএফএল কর্তৃপক্ষ। পরে তাকে
সিইউএফএল ফায়ার এন্ড সেইফটি বিভাগের লোকজন উদ্ধার করে সিইউএফএল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয় বলে নিশ্চিত করেন সিইউএফএল ফায়ার এন্ড সেইফটি বিভােগের প্রধান আব্দুর রহমান মাঝি।

জানতে চাইলে সিইউএফএল মেডিকেলের ডেপুটি ইনচার্জ ডা. মনজুরুল আহমেদ বলেন, গতকাল ৪টার সময় বিদ্যুৎপৃষ্ট এক শ্রমিককে আনা হয়েছে। আহত শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে রেফার করেছি। বর্তমানে চমেক হাসপাতালের ছয় তলায় ৩৬ নং ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসাধীন রয়েছে। আমরা খোঁজ খবর রাখছি বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

জানা যায়, আহত শ্রমিক মোহাম্মদ বেলাল মজুমদার সিইউএফএল বিদুৎ শাখার মাস্টার টেকনেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

এবিষয়ে সিইউএফএলের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) কাজী আমিনুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমাদের একজন শ্রমিক আহত হয়েছে। বর্তমানে সে চমেক হাসপাতালে ভর্তি আছে। এখন তার অবস্থা উন্নতির দিকে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Total Viewed and Shared : 12,250 


শিরোনাম বিএনএ