16 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » শেষ হচ্ছে গরমের ভোগান্তি,আসছে বর্ষা

শেষ হচ্ছে গরমের ভোগান্তি,আসছে বর্ষা

আবহাওয়া অধিদফতর ঢাকা

বিএনএ ডেস্ক: দেশের সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ বছরের মতো সেটি শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

রোববার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩ জুনের (বৃহস্পতিবার) মধ্যে দেশের টেকনাফ উপকূল ছুঁতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকেই মূলত বর্ষা বলা হয়। এই মৌসুমি বায়ু সারাদেশে ছড়িয়ে গেলে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে। বর্ষাকালের বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আর থাকে না।

আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূলে পৌঁছতে পারে বা স্পর্শ করবে। তিন দিনের মধ্যে হয়তো এ বায়ু উপকূল স্পর্শ করবে। ধীরে ধীরে এটা উত্তর দিকে এগোবে।তখন বৃষ্টিপাত বেড়ে যাবে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণেনর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ