25 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে হত্যাকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে হত্যাকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে হত্যাকারী গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক:  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে দুই নিরীহ বাংলাদেশিকে  হত্যায় অভিযুক্ত ডেল ও কামিন্স(৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি চার্জ গঠন করা হয়েছে।

সোমবার(২৯ এপ্রিল) এবিসির খবরে বলা হয়, গত শনিবার দুপুরে বাফেলো শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকার জেনার ও কিলহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাবুল উদ্দিন নিজের বাড়ির সংস্কার কাজ করছিলেন।তাকে সহযোগিতা দিচ্ছিল  সিলেটের ইউসুফ মিয়া। সে সময় ধৃত ব্যক্তি আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে দুজন ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনার প্রতিবাদে বাফেলোয় অবস্থিত বাংলাদেশিরা তাৎক্ষণিক বিক্ষোভ ও বিচার করেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ