19 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাত কখন?

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের জামাত কখন?

বায়তুল মোকাররমে ঈদ জামাত কখন?

বিএনএ, ঢাকা: প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম।

সবশেষ ঈদের পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫মিনিটে। ইমামতি করবেন মাওলানা মুহিউদ্দিন কাসেম। তিনিও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পেশ ইমাম।

দায়িত্বপ্রাপ্ত কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. আব্দুল্লাহ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ