বিএনএ ঢাকা: গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা।পাশাপাশি মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।শুক্রবার(৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্য নেতারা বলেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ রাখা হলেও সিএনজি চালিত অটোরিকশাসহ নানা বাহনে চলাচল করছে সাধারণ মানুষ। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। গণপরিবহন চালু হলে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের ফলে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন বলেও দাবি করেন নেতারা।
সে সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, করোনায় মানুষের জীবন বাঁচানোর জন্য সরকার লকডাউন ঘোষণা করেছে। পরিবহন শ্রমিকরা এর বিরোধিতা করছে না। কথা ছিল, লকডাউনের সময় মানুষের চলাচল, শ্রমঘন শিল্প, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্ট-কাচারি সব বন্ধ থাকবে। সেই হিসেবে গণপরিবহন বন্ধ থাকলে পরিবহন শ্রমিকের কোনো আপত্তি ছিল না। কিন্তু দেখা যাচ্ছে, সবকিছু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে লকডাউন শিথিল করায় গার্মেন্টস, শপিংমল, কাঁচাবাজার, অফিস-আদালত চলছে।গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে সাধারণ মানুষ অনিরাপদভাবে চলাচল করছে।এতে যেমন সংক্রমণের ঝুঁকি বাড়ছে, তারা হয়রানিরও শিকার হতে হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
ওসমান আলী বলেন, করোনায় সারাদেশে ৫০ লাখের বেশি পরিবহন শ্রমিক অভাব অনটনে দিন পার করছেন। এ অবস্থায় অবিলম্বে শ্রমিকদের জন্য অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা উচিত। দ্রুত দাবি মেনে নেয়া না হলে ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দেন তিনি।
বিএনএনিউজ/আরকেসি