বিএনএ বিশ্ব ডেস্ক: ইসরায়েলে এক ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছে।আহত হয়েছে বহু মানুষ।এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা হারেটজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
দৈনিক পত্রিকাটি জানায়, বৃহস্পতিবার ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় মেরোন পর্বতে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।
কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, অর্থোডক্স ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘লাগ বোমারে’ যোগ দিতে বৃহস্পতিবার রাতেই মেরোনে লাখো মানুষ জড়ো হয়। মধ্যরাতের পর সেখানে ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।এতে হঠাৎ করে হুড়োহুড়ি শুরু হলে অনেকে পড়ে যায়। আর তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
উল্লেখ্য, করোনা মহামারির জন্য গত বছর এই আয়োজন হয়নি। তবে এ বছর সফল ভ্যাকসিন কার্যক্রমের পর ইসরায়েলে অনেক বিধিনিষেধ তুলে নেয়া হয়।
বিএনএনিউজ/আরকেসি