বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে অবৈধ বালুর মহালের আধিপত্যের দ্বন্দ্বে দুইজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নবাব সিরাজউদ্দৌল্লা সড়কের চন্দনপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন— আবদুল্লাহ্ এবং মানিক। গুলিবিদ্ধ একজনের নাম রবিন, অন্যজনের নাম জানা যায়নি। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, বালুর মহালকে কেন্দ্র করে সারোয়ার বাবলার সঙ্গে খোরশেদ, রায়হান ও হাসানের গ্রুপের দ্বন্দ্ব ছিল। গতকাল বাবলা গ্রুপ ৬ জন নিয়ে একটি প্রাইভেটকারে ছিল, আর খোরশেদ গ্রুপ চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। এতে পারস্পরিক গোলাগুলি হয়। তাদের কাছে ভারী অস্ত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল আরোহীরা চলে যায়। । এরপর সেখানে দুজনকে মৃত অবস্থায় দেখতে পাই।’
বিএনএ/ ওজি