22 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » বিদেশে চিকিৎসা নিতে চান আমানউল্লাহ আমান

বিদেশে চিকিৎসা নিতে চান আমানউল্লাহ আমান

বিদেশে চিকিৎসা নিতে চান আমানউল্লাহ আমান

বিএনএ, ঢাকা: চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে চেম্বার আদালতে আবেদন জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানউল্লাহ আমান। শনিবার (৩০ মার্চ) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৮ মার্চ চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। রোববার (৩১ মার্চ) এ বিষয়ে শুনানি হতে পারে।’

গত ২৮ মার্চ হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানউল্লাহ আমানকে। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার (২৯ মার্চ) তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি নেতা আমান।

বিএনএনিউজ/ এসবি/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ