26 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালী পৌর সদরে মন্দিরের গ্রিল কেটে চুরি !

বোয়ালখালী পৌর সদরে মন্দিরের গ্রিল কেটে চুরি !

বোয়ালখালী পৌর সদরে মন্দিরের গ্রিল কেটে চুরি !

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের ৬দিনের মাথায় আবারো ঘটলো মন্দিরে চুরির ঘটনা। এবার মন্দিরের জানালার গ্রিল কেটে নিয়ে গেছে দানবাক্সের টাকা ও মূল্যবান সামগ্রী।

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।

তিনি জানান, বুধবার সকালে মন্দিরের দোতলায় পূজা করতে গিয়ে পূজারী মন্দিরের জানালার গ্রিল কাটা দেখতে পান। চোরেরদল মন্দিরের দানবাক্সের টাকা, মন্দিরের পিতলের বড় ঘণ্টাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী রাধা গৌবিন্দ ও জ্বালাকুমারী মাতৃমন্দিরে এ চুরির ঘটনা ঘটে।চোরের দল মন্দিরের তালা ভেঙে প্রতিমার গলায় থাকা স্বর্ণের চেইন, দানবাক্সের টাকা, পিতলের তালাবাটিসহ পূজার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তিলক সেন। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘চুরির খবর পেয়েছি। চোর ধরতে চেষ্টা করে যাচ্ছি।’

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা