14 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

ব্রাজিল

বিএনএ স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে তারা বলিভিয়াকে হারিয়েছে ৪-০ গোলে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রিকারলিসন। ১টি করে গোল করেছেন লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেস।

এই জয়ে ১৭ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করলো সেলেকাওরা। অবশ্য বেশ আগেই তাদের কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। শেষ দিকের ম্যাচগুলো তাদের জন্য কেবল আনুষ্ঠানিকতার।

আনুষ্ঠানিকতা হলেও প্রতিপক্ষকে একটু ছাড় দেয়নি তিতের শিষ্যরা। শেষ তিনটি ম্যাচে তারা প্রতিপক্ষের জালে ১২ বার বল জড়িয়েছে। ফেব্রুয়ারিতে ৪-০ গোলে হারিয়েছিল প্যারাগুয়েকে। এরপর গেল শুক্রবার ৪-০ ব্যবধানে তারা হারায় চিলিকে। আর বুধবার সকালে তারা একই ব্যবধানে উড়িয়ে দিলো বলিভিয়াকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ