22 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

Yasin Hira চট্টগ্রামে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা  থেকে  প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ মোহাম্মদ সৈয়দ (৬১) নাসে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে পশ্চিম রায়পুর এলাকায় এ অভিযান চালানো হয় ।

গ্রেফতারকৃত  মোহাম্মদ সৈয়দ (৬১) আনোয়ারা থানাধীন  পশ্চিম রায়পুর  এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

র‌্যাব জানায়-৭ জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী আনোয়ারা থানাধীন দোভাষী বাজারের একটি সিএনজি গ্যারেজের ভিতর মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন খবর পেয়ে শনিবার বিকেলে সেখানে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ সৈয়দ (৬১) নাসে এক ব্যক্তিকে আটক করে তারা। তার কাছ থেকে  ১ কোটি ৪৬ লক্ষ টাকার   ৪৮ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামী  দীর্ঘদিন যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে মাদক পাচার করে আসছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ