25 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বিএনএ,জামালপুর : জামালপুরে ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নাঈম খন্দকার (২২) নামে এক মাদ্রসা ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। শনিবার(২৯ জানুয়ারি )রাত সাড়ে ৮টায় ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্যে গ্রামের শহিদ খন্দকারের ছেলে। এ সময় আহত হন আরো দুই জন।

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাঈম খন্দকার  জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জের একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মোশারফগঞ্জ গাইছিপাড়া রেলক্রোসিং এলাকায় পৌছালে দেওয়ানগঞ্জ গামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।  দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ