17 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আপিলেও জিতলেন জায়েদ খান

আপিলেও জিতলেন জায়েদ খান

নিপুন

বিএনএ, বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেত্রী নিপুণ আক্তার। তার ওই আপিলের কারণে শনিবার আবার ভোট গণনা হয়। সন্ধ্যায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সাংবাদিকদের জানান, দ্বিতীয় গণনায়ও ভোটের ফল অপরিবর্তিত রয়েছে।

সোহান আরও বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট নষ্ট ভোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট। নিপুণ ছাড়াও ভোট গণনার সময় আরও উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।

এদিকে পরাজয় ও সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন নিপুণ। এফডিসিতে ওই সংবাদ সম্মেলন করার কথা জানান তিনি।

এরআগে, শুক্রবার নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু ভোটারের মধ্যে টাকা বিতরণে অভিযোগ আনেন নিপুণ। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেন জায়েদ খান। নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ