17 C
আবহাওয়া
৪:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৩১, ২০২৪
Bnanews24.com
Home » নৌশ্রমিকদের কর্মবিরতি স্থগিত, চট্টগ্রামে কাজে যোগ দিলেন শ্রমিকরা

নৌশ্রমিকদের কর্মবিরতি স্থগিত, চট্টগ্রামে কাজে যোগ দিলেন শ্রমিকরা

নৌশ্রমিকদের কর্মবিরতি স্থগিত, চট্টগ্রামে কাজে যোগ দিলেন শ্রমিকরা

বিএনএ, চট্টগ্রাম: চাঁদপুরে একটি জাহাজে রহস্যজনক খুনের ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন নৌশ্রমিকরা। এর আগে দুপুর দুটা থেকে টানা সাড়ে চার ঘণ্টা শ্রমিকরা বৈঠক করেন। এরপর নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা।

এদিকে কর্মসূচী প্রত্যাহারের ঘোষণার পরপরই চট্টগ্রাম‌ নগরের মাঝির ঘাট, বাংলাবাজার ও সদরঘাট এলাকায় ১৬টি বেসরকারি ঘাটে লাইটার জাহাজ শ্রমিকরা কাজে যোগ দেওয়া শুরু করেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় নৌপরিবহন অধিদপ্তরে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবসার হোসেন চৌধুরী বলেন, ‘জাহাজে রহস্যজনক খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার, নাবিক পরিবারদের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিতে কর্মবিরতি ঘোষণা করা হয়। এর মধ্যে শুক্রবার (২৭ ডিসেম্বর) জানান নৌ পরিবহনের ডিজি রোববার বসতে চান। তা শ্রমিকরা মানেননি। পরে তিনি আজ (২৮ ডিসেম্বর) আমাদের সঙ্গে মিটিংয়ে বসেন। এতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার, নিহত-আহত নাবিকদের উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। আমরা সন্তুষ্ট হয়ে কর্মবিরতি স্থগিত করেছি।’

বিএনএনিউজ / নাবিদ

Loading


শিরোনাম বিএনএ