33 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি না : ওবায়দুল কাদের

ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি না : ওবায়দুল কাদের

বিএনপি বায়াস্ট পার্টিযান তত্ত্বাবধায়ক সরকার চায়: ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্যান্য দেশের তুলনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়।  এটা কলকাতার মেট্রো না, এটা অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন রিকশায় উঠলেই ন্যূনতম ২০ টাকা ভাড়া দিতে হয়। এ ছাড়া টেকনোলজির দিক থেকে আমাদের মেট্রোরেল অনেক উন্নত। আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ বা শব্দ হবে না। ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে আমাদের মেট্রোরেলের ভাড়া বেশি না, সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা, সেখানে মাত্র ৩৮ মিনিটে এতোটা পথ চলে যাবে।

রংপুর সিটি নির্বাচনে নৌকা প্রার্থীর ৪র্থ স্থান প্রসঙ্গে কাদের বলেন, এটা একটা স্থানীয় নির্বাচন। সেখানে নানা জটিলতার খবর পেয়েছি। সর্বোপরি জাতীয় পার্টির প্রার্থী এগিয়ে ছিলো। নিজেদের মধ্যেও কিছু সমস্যা ছিলো কিন্তু সরকার কোনো হস্তক্ষেপ করেনি। সেখানে গণতন্ত্রের জয় হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, গত ১০ ডিসেম্বরের মতোই আগামীকাল (৩০ ডিসেম্বর) সারা দেশে সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। নৈরাজ্য হলে ছাড় নেই কোনো। আওয়ামী লীগ ইভিএমে শতভাগ নির্বাচন চায়। তবে সিদ্ধান্তের এখতিয়ার নির্বাচন কমিশনের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ