24 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » ড. ইউনূস সরকার ‘অথর্ব’! বিএনপি ‘লাউ’ জামায়াত ‘কদু’!

ড. ইউনূস সরকার ‘অথর্ব’! বিএনপি ‘লাউ’ জামায়াত ‘কদু’!


অর্ন্তবর্তীকালীন সরকার ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পরস্পর শত্রু হয়ে ওঠেছে। গত  ৬ মাস ধরে অর্ন্তবর্তীকালীন সরকার উপদেষ্টা ও সচিবালয়ের কর্মকর্তারা এনসিপি নেতাদের তদবির- আবদার উপেক্ষা করে আসছিলেন। এতে ক্ষুদ্ধ হয় এনসিপি নেতারা। তাদের দাবি, ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন, অথচ সরকার তাদের গুরুত্ব না দিয়ে বিএনপি- জামায়াতকে গুরুত্ব দিয়ে তাদের কথা অনুযায়ি শাসন কার্য চালাচ্ছেন।

YouTube player

সরকার ও এনসপির দুরাত্ব প্রথম প্রকাশ পায় গত ৫ ই আগস্ট। ওই দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ছিল নানা কর্মসূচি। ঠিক সে সময়ে এনসিপির শীর্ষ পাঁচ নেতা হঠাৎ কক্সবাজার চলে যান। এমন গুরুত্বপূর্ণ দিনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার সফর ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা।

কিন্তু তার ধারাবাহিকতা অব্যাহত থাকে।গত ১৭ই আগস্ট জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে এনসিপি।বিএনপি-জামায়াতসহ ২৫টি দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এনসিপি এখনও স্বাক্ষর না করে সরকারকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে।

এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে ‌উপস্থিত হয়ে শহীদ পরিবারের উপস্থিতিতে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করতে হবে। অন্যথায়  ড. মুহাম্মদ ইউনূস ও  ড. আসিফ নজরুলকে সেইফ এক্সিট দেয়া হবে না  গত ২৮ই অক্টোবর  বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এই গোল টেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করায় এটা হারিয়ে যাওয়ার ভয় ছিল। এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে, এর সুফল এখন জনগণ পাচ্ছে।’৫ই আগস্ট রাজনৈতিক দল গুলোর সেনানিবাসে গিয়ে সেনা প্রধানের সঙ্গে বৈঠকের  তীব্র সমালোচনা করেন তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের এই নেতা।

ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধ হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে এনসিপির মূখ্য সমন্বয়ক বলেন এর দ্বায়ভার রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘অথর্ব’ বলে সমালোচনা করে নাসীর উদ্দিন পাটোয়ারী বলেন, ‘যে ‘লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে—এক দল ভারতে, আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।

জামায়াত ইসলামীর যথেষ্ট পড়া শুনার ঘাটতি রয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটোয়ারি বলেন, তারা পিআর পদ্ধতি নির্বাচন চেয়ে জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে। নির্বাচন কমিশনকে অর্থব উল্লেখ করে তিনি বলেন, কমিশনের সক্ষমতা প্রমাণ করতে জাতীয় সংসদের আগেই গণভোটের আয়োজন করতে হবে।

জুলাই সনদ বাস্তায়ন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট, সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে অর্ন্তবর্তীকালীন সরকার, বিএনপি- জামায়াত- এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে দিন দিন দূরাত্ব বাড়ছে। পরস্পরের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দলগুলো কোথাও কোথাও সংঘাতেও জড়াচ্ছে। দেশ ফিরে যাচ্ছে ২০২৪ সালের জুলাই পরবর্তী পরিস্থিতির দিকে। যা ‘ডিপ স্টেট’ এর আরেক খেলা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ