17 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » টিকিট কালোবাজারি প্রতিরোধে তরুণদেরকে সম্পৃক্ত, কোটার টিকিট বিক্রি বন্ধের নির্দেশ

টিকিট কালোবাজারি প্রতিরোধে তরুণদেরকে সম্পৃক্ত, কোটার টিকিট বিক্রি বন্ধের নির্দেশ

ফাওজুল কবির খান

বিএনএ, ঢাকা:  ট্রেনের টিকিট প্রাপ্তি অধিকতর সহজ, স্বচ্ছ ও যাত্রীবান্ধব করার জন্য বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, টিকিট প্রাপ্তি ও ভ্রমণে যাত্রীদের সন্তুষ্টি অর্জন করতে হবে। যাত্রীরা যেন সহজে টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করতে হবে। টিকিটের ক্রয় প্রক্রিয়ায় যাত্রীরা কতটুকু সন্তুষ্ট হতে পারছে তা বিবেচ্য। অনেক ক্ষেত্রে অনলাইনে কাক্সিক্ষত গন্তব্যের টিকিট না পেয়ে যাত্রীরা হতাশ হন। সেক্ষেত্রে নিকটস্থ কোনো স্টেশনের কোন সময়ের জন্য টিকিট অবশিষ্ট রয়েছে সার্চ অপশনে যাত্রীর নিকট যেন তা স্বয়ংক্রিয়ভাবে উপস্থাপিত হয়, সে ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে প্রয়োজনবোধে রেলওয়ের বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।

সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি জানান অধিক পরিমাণ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বাড়তি ট্রেন সার্ভিস চালু করার জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ও ক্যারেজ সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া টিকিট কালোবাজারি ও রুট রেশনালাইজেশনের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন)-কে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি টিকিট কালোবাজারি প্রতিরোধে তরুণদেরকে সম্পৃক্ত করতে এবং ম্যানুয়েল পদ্ধতিতে সংরক্ষিত কোটার টিকিট বিক্রি বন্ধ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ24, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার