26 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের মানবাধিকার বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মানবাধিকার বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মানবাধিকার বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনএ,ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কোনও কনসার্ন নাই। তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে একটা প্রতিবেদন দেবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকারের সংস্কার বিষয়ে জানতে চেয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে জানতে চেয়েছেন। আমরা বলেছি, নিরাপত্তা নিয়ে কোনও অসুবিধা হবে না। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাদের পাঠানো হবে তাদের যাচাই করে পাঠাতেও বলেছে সংস্থাটি। জাতিসংঘ মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং করছে। এক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে।সবচেয়ে বেশি আলোচনা হয়েছে রোহিঙ্গাদের বিষয়ে। আমরা কতদিন রোহিঙ্গাদের বোঝা বহন করবো। আমাদের নিজেদের জনবল বেশি, জায়গার সঙ্কট। দু-চারজন করে সবসময় রোহিঙ্গারা প্রবেশ করছে। দিন দিন সংখ্যা বাড়ছে। তাদের সহযোগিতা দরকার। আগে ১২ লাখ রোহিঙ্গা ছিল। এখন সেটা অনেক বেড়ে গেছে। রোহিঙ্গারা কবে তাদের দেশে ফিরে যাবে, সেটার যেন ব্যবস্থা করা হয়। এ সব বিষয়ে আলোচনা হয়েছে।

বিএনএনিউজ/আরএস

 

Loading


শিরোনাম বিএনএ