14 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » জাডস’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবির আরইউডিএফ

জাডস’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবির আরইউডিএফ


বিএনএ, রাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র উদ্দ্যােগে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ)।

শনিবার (২৮ অক্টোবর) জাবির সেলিম আল-দ্বীন মুক্তমঞ্চে সরকারি দলের পক্ষে বিতর্ককারী দল রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (রুডো) কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।

এবছর জাডস’র বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি দল। তারমধ্যে ফাইনালে ওঠে রাবির রুডো ও আরইউডিএফ।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল এই সংসদ মনে করে, ‘আধুনিক বিশ্বে জাতীয় সার্বভৌমত্বের ধারণায় অনুতপ্ত’।টুর্নামেন্টের সেরা বিতার্কিক হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাবেক জৈষ্ঠ্য নির্বাহী সদস্য রিফাত হোসেন ও ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই দলের সদস্য শাহরিয়ার এম ফাহিম।

চ্যাম্পিয়ন দলের আরেক বিতার্কিক হলেন আব্দুল বারী। বিজিত দলের সদস্যবৃন্দ হলেন রুডো’র সাধন মুখার্জি, সিফাত হোসাইন ও মাসুদ রানা।

বিএনএ নিউজ/সাকিব, এমএফ/ এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ