বিএনএ, চট্টগ্রাম : বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল কমেছে। অল্প কিছু গণপরিবহন চলাচল করছে।গণপরিবহন কম থাকায় রিকশা ও ছোট যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে।
হরতালের সমর্থনে নগরীতে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনাও এখনও ঘটেনি।
এদিকে দূরপাল্লার যানবাহনগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাইনি। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে যানবাহন আসছেও কম। কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রী নেই। সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে সবকটি ট্রেন যথাসময়ে চলে গেছে। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে সব ট্রেন যথাসময়ে স্টেশনে পৌঁছে।
নগরীর কাজির দেউড়ি মোড়ে অবস্থিত নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
বিএনএ/ ওজি