16 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাতক্ষীরায় ৫০ লক্ষ টাকার স্বর্ণসহ আটক

সাতক্ষীরায় ৫০ লক্ষ টাকার স্বর্ণসহ আটক


বিএনএ, সাতক্ষীরা : পাঁচ পিস স্বর্ণের বারসহ আতিয়ার রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) বিকাল পাঁচটায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আতিয়ার রহমান যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী সন্দেহে যুবক আতিয়ার রহমানকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তল্লাশি করলে তার মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচ পিচ স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত স্বর্ণ ও আটক আসামিকে রোববার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বিএনএনিউজ/ মোঃ সোহাগ হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ