বিএনএ মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চালু হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি ছেড়ে গেছে।
বাংলাদেশ অভন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় নৌরুটে মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। চার ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঘাট এলাকায় তেমন যানবাহন ও যাত্রী চাপ ছিলো না। এখন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ