22 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

মাগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

বিএনএ মাগুরা: মাগুরা সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার সাইত্রিশ বাজার এলাকায় মাগুরা-ঝিনাইদাহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইলের মাঝপাড়ার বিমল দাস (৭৫) ও মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের কাশেম মোল্যা (৫০)।

মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মাসুদ সর্দার বলেন,  মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লোকাল বাস  সাইত্রিশ নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখি সবজী বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয় বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ