22 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » নায়ক আলমগীরের মৃত্যুর গুজব!

নায়ক আলমগীরের মৃত্যুর গুজব!

নায়ক আলমগীরের মৃত্যুর গুজব!

বিএনএ ডেস্ক :ঢালিউডের কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো  হচ্ছে। কিছু দিন পর পর  বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দেওয়া হয় তিনি মারা গেছেন। সেটা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়ে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময়ও কাটান আলমগীর।
এদিকে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?

মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘কী বলব ভাষাই খুঁজে পাচ্ছি না। যিনি বা যারা এমনটা করছেন, তারা কী ধরনের পৈশাচিক আনন্দ খুঁজে পান, তা–ও তো বুঝি না। এ ধরনের খবর ছড়ানোর পেছনে তাদের কী ধরনের রুচি বা উদ্দেশ্য কাজ করে, সেটাও মাথায় আসে না।’

উল্লেখ্য, বিনোদন অঙ্গনের মানুষদের নিয়ে কিছুদিন পর পর মৃত্যু গুজব ছড়ায় কুচক্রী মহল। এর আগে প্রয়াত ফকির আলমগীর, অ্যান্ড্রু কিশোর, এ টি এম শামসুজ্জামান, আজম খান, আইয়ুব বাচ্চুসহ অনেকেই সুস্থ থাকলেও তাদের মৃত্যুর গুজব ছড়ানো হয় ফেসবুকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ