25 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ঢামেকে ১০০ দিনের পরিকল্পনা

ঢামেকে ১০০ দিনের পরিকল্পনা


বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তবর্তী সরকারের সময়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন হাসপাতালের কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এ কর্মসূচি তুলে ধরেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ওই কর্মসূচির মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত ওয়ার্ড স্থাপন এবং বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। রোগীদের কেবিন সংস্কার, আইসিইউর শয্যার সংখ্যা বাড়ানো, হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি হার বাড়ানো ও যথা সময় উপস্থিত নিশ্চিত করাসহ অন্যান্য আরও উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ